• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

গোপালগঞ্জে নকল ভ্যাকসিন জব্দ, মালিককে জেল-জরিমানা

গোপালগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৪ জুলাই ২০২০, ২০:১৯
Counterfeit vaccine seized Gopalganj owner jailed and fined
নকল ভ্যাকসিন রাখার অভিযোগে ফামের্সি মালিককে অর্থদণ্ড ও কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। ছবি: আরটিভি নিউজ

গোপালগঞ্জে বিপুল পরিমাণ অবৈধ হেপাটাইটিস-বি’র ভ্যাকসিন ও রক্ত রাখার অভিযোগে যমুনা মেডিকেল নামে একটি ফার্মেসির মালিক আব্দুল আলিমকে এক বছরের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার দুপুরে জেলা শহরের ডিসি রোড এলাকার স্বর্ণ টাওয়ারে অভিযান চালিয়ে এ সাজা ও জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক শেখ সালাউদ্দিন দীপু।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক শেখ সালাউদ্দিন দীপু জানান, গোপন সংবাদের ভিত্তিতে স্বর্ণ টাওয়ারে যমুনা মেডিকেল সাপ্লাই নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় ওই প্রতিষ্ঠান থেকে ২৪৯ পিস অবৈধ হেপাটাইটিস-বি’র ভ্যাকসিন, তিন ব্যাগ রক্ত ও ওষুধের মোড়ক উদ্ধার করা হয়।

এসব রাখার দায়ে মেডিকেল সাপ্লাইয়ের মালিক আব্দুল আলিমকে এক বছরের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড প্রদান করে। সাজাপ্রাপ্তকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh