• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

কুষ্টিয়ায় করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা হাজার ছাড়াল

কুষ্টিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৪ জুলাই ২০২০, ১৯:৪৮
The number of coronavirus patients in Kushtia has dropped to thousands
কুষ্টিয়া পিসিআর ল্যাবে

কুষ্টিয়ায় হাজার ছাড়ালো করোনা রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় একদিনে এটিই সর্বোচ্চ শনাক্ত। এনিয়ে কুষ্টিয়ায় করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১০১৯ জনে। একই সময়ে নতুন করে সুস্থ হয়েছেন ৩৪ জন।

কুষ্টিয়া পিসিআর ল্যাবে কুষ্টিয়ার ১২৮টি নমুনা পরীক্ষা হয়। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলাতেই ৩২ জন এবং দৌলতপুরে ৬ জন, কুমারখালীতে ৫ জন ও ভেড়ামারায় ২ জন রয়েছে। এদের মধ্যে পুরুষ ৩৫ জন আর নারী ১০ জন। পুলিশ আক্রান্ত প্রত্যেকের বাড়ি ও এলাকা লকডাউন করে দিয়েছে।

কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম জানান, জেলায় আক্রান্তের অর্ধেকেরে বেশি সদরে ৫৬১ জন। জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫২৭ জন। এ পর্যন্ত ১৯ জন মারা গেছে। বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে ৪৩৪ জন। আর হাসপাতালে চিকিৎসাধীন ৩৭ জন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh