• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ফরিদপুরের পদ্মার পানি বিপদসীমার ২৮ সে.মি ওপরে

স্টাফ রিপোর্টার, ফরিদপুর

  ১৪ জুলাই ২০২০, ১৬:২২
ফরিদপুরের পদ্মার পানি বিপদসীমার ২৮ সে.মি ওপরে
ছবি সংগৃহীত

উজান থেকে নেমে আসা পানিতে ফরিদপুরের পদ্মায় দ্বিতীয় দফা বিপদসীমা পার করলো। গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের গোয়ালন্দ পয়েন্টে পদ্মা নদীর পানি ২৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ জানান, এবারের পানি বৃদ্ধির হার যেকোনো সময়ে চেয়ে বেশি। এভাবে পানি বাড়তে থাকলে জেলার বিভিন্ন অঞ্চল তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

বর্তমানে পদ্মার পানি গোয়ালন্দ পয়েন্টে ৮.৯৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার জানান, আগে থেকে আমাদের বন্যা বিষয়ে সর্তক করা হয়ে ছিলে সরকারের পক্ষ থেকে। এই কারণে বন্যা মোকাবিলায় সকল ধরনের প্রস্তুতি রয়েছে। আমাদের জেলার নিম্নাঞ্চলের আশ্রয় কেন্দ্র প্রস্তুত আছে। এছাড়া পর্যাপ্ত শুকনা খাবার প্রস্তুত রেখেছি।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh