• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

দিনাজপুরে নতুন ২৯ জনের করোনা শনাক্ত

দিনাজপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৪ জুলাই ২০২০, ১৫:২৯
Corona virus
ফাইল ছবি

দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৯৮ জনে।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) দিনাজপুরের সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ল্যাবে ১৩২ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এর মধ্যে ২৯ জনের করোনাভাইরাস ধরা পড়েছে। নতুন আক্রান্তদের মধ্যে দিনাজপুর সদরে তিনজন, ফুলবাড়ীতে সাতজন, চিরির বন্দরে দুইজন, বিরলে একজন, খানসামায় তিনজন, বিরামপুরে পাঁচজন, ঘোড়াঘাটে তিনজন, নবাবগঞ্জে তিনজন, কাহারোলে একজন এবং হাকিমপুর উপজেলায় একজন রয়েছেন।

তিনি আরও জানান, নতুন করোনা আক্রান্তদের জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আক্রান্তরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন।

প্রসঙ্গত, দিনাজপুরে এ পর্যন্ত ৯৯৮ জন করোনা আক্রান্তের মধ্যে ৫৯৫ জন সুস্থ হয়ে উঠেছেন। আর মারা গেছেন ১৮ জন।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আহত আ.লীগ নেতাকে চিকিৎসা দিতে দেরি করায় ডাক্তারকে মারধর
বাসায় ফিরলেন খালেদা জিয়া
কালীগঞ্জে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, ৫০ হাজার টাকা জরিমানা 
চিকিৎসার জন্য বিদেশে যেতে আমানউল্লাহ আমানের আবেদন
X
Fresh