• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

নড়াইলে করোনার উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৪ জুলাই ২০২০, ১৫:২১
Corona died
ছবি সংগৃহীত

জ্বর, শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে নড়াইলের লোহাগড়ার কুটি মিয়া নামের এক ব্যক্তি মারা গেছেন।

তিনি করোনার উপসর্গ নিয়ে মারাত্মক অসুস্থ হয়ে ১৩জুলাই (সোমবার) দুপুরে নড়াইল সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন এবং ওইদিন রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এছাড়া জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে সর্বোচ্চ ৩২জনের করোনা শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মো. আবদুল মোমেন। এর মধ্যে নড়াইল সদর উপজেলায় ১৩জন, লোহাগড়া উপজেলায় ১৮জন এবং কালিয়া উপজেলায় একজনের করোনা শনাক্ত হয়েছে।

তিনি বলেন, এ নিয়ে নড়াইল জেলায় এ পর্যন্ত ২১জন পুলিশ সদস্য ও ১০জন চিকিৎসকসহ সর্বমোট ৪২৩জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১০চিকিৎসকসহ ১৮৫জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন এবং আটজন মারা গেছেন। তিনি বলেন, আক্রান্তদের মধ্যে ১৫জন হাসপাতালে ও অন্যদের নিজ নিজ বাসায় আইসোলেশনে রাখা হয়েছে এবং তারা সুস্থ আছেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেয়েকে ধর্ষণে বাবার মৃত্যুদণ্ড
দায়িত্বরত অবস্থায় ট্রাফিক ইন্সপেক্টরের মৃত্যু
নোয়াখালীতে ‘হিটস্ট্রোকে’ শিক্ষার্থীর মৃত্যু
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালকের মৃত্যু
X
Fresh