• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ফের সিলেটের নিম্নাঞ্চল প্লাবিত

সিলেট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৪ জুলাই ২০২০, ১৩:১৫
The lower part of Sylhet is flooded again
ছবি সংগৃহীত

টানা তৃতীয় দফার বন্যার কবলে সিলেট জেলা। সুরমা, কুশিয়ারা, সারি, পিয়াইনসহ সবগুলো নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সিলেট নগরীর অন্তত ২০ টি এলাকাসহ জেলার কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, কানাইঘাট বিশ্বনাথ এবং সিলেট সদর উপজেলার চার লাখ মানুষ পানিবন্দি। গোয়াইনঘাটের সঙ্গে সিলেটের সড়ক যোগাযোগ বন্ধ।

পানিবন্দি হওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন জনগণ। অপর দিকে বন্যার পানিতে তলিয়ে গেছে উপজেলা গুলির ইউনিয়নের বিভিন্ন রাস্তাঘাট, হাট-বাজার, পুষণী গুচ্ছ গ্রামসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও মৎস্য খামার। সদ্য বপন করা আমন ধানের বীজতলাসহ শাক-সবজির বাগান বন্যাকবলিত হওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন কৃষকরা। কয়েকটি গ্রামের ঘরে পানি প্রবেশ করায় অনেক মানুষ রয়েছেন পানিবন্দি। এতে মানুষের স্বাভাবিক জীবন যাত্রায় দেখা দিয়েছে চরম বিপর্যয়। হতদরিদ্র পরিবারের মানুষজন ভুগছেন খাদ্য সঙ্কটে। প্রায় দুই সপ্তাহের ব্যবধানে ভারি বর্ষণে সুরমা নদীসহ সকল নদ-নদীতে পানিবৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করার আশঙ্কা করছেন স্থানীয়রা।

সিলেট জেলা প্রশাসক জানিয়েছেন এখন পর্যন্ত ২১৫ মেট্রিক টন চাল এবং নগদ পাঁচ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। আর পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, উজানের বৃষ্টি কমলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। ১৫ দিনের মধ্যে দুই দফা বন্যা আর করোনার প্রভাবে সিলেট বাসীর জনজীবন অনেকটাই বিপর্যস্থ।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh