• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

কক্সবাজার সৈকতে বর্জ্য : মরছে কচ্ছপ, কারণ জানতে ৫ সদস্যের কমিটি (ভিডিও)

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৩ জুলাই ২০২০, ১৭:৪২

কক্সবাজারের সমুদ্র সৈকতে ভেসে আসছে বিপুল পরিমাণ বর্জ্য। এসব বর্জ্যরে সাথে কাছিমও ভেসে আসে। সৈকতের বিভিন্ন পয়েন্টে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে ভেসে আসে প্লাস্টিক, ই-বর্জ্য ও ছেড়া জাল। তবে সৈকতে কিভাবে এসব বর্জ্য আসছে তা এখনো জানা যায়নি।
কক্সবাজারের পরিবেশবাদী সংগঠন সেভ দ্যা নেচার অব বাংলাদেশ জানিয়েছে, বিদেশি জাহাজ থেকে সমুদ্রসীমায় বর্জ্যগুলো ফেলা হয়ে থাকতে পারে। পরে ঢেউয়ের সাথে তা সৈকতে ভেসে আসে। বর্জ্য ভেসে আসার কারণ জানতে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

শনিবার রাত থেকে কক্সবাজার সমুদ্র উপকূলের দিকে ভেসে আসতে দেখা যায় প্লাস্টিক বর্জ্য। দড়িয়া নগর, হিমছড়ি, লাবনি ও কলাতলী পয়েন্টসহ ১০ কিলোমিটার এলাকা জুড়ে এসব বর্জ্য দেখা যায়। এসব বর্জ্যরে সাথে থাকা জালে পেঁচানো অবস্থায় সামুদ্রিক কাছিমও ভেসে আসে সৈকতে। উৎসাহী মানুষ এসব বর্জ্যরে মধ্যে মূল্যবান বা প্রয়োজনীয় জিনিস খুঁজতে সৈকতে ভিড় করে। সংগ্রহ করছে ভেসে আসা এসব জিনিস। ভেসে এসে আটকে পড়া কাছিমকেও সাগরে ফিরে যেতে সাহায্য করছে অনেকে।

কক্সবাজারের পরিবেশবাদী সংগঠন ‘সেভ দ্য নেচার বাংলাদেশ’ এর চেয়ারম্যান আ ন ম মোয়াজ্জেম হোসেন জানিয়েছে, বিদেশি জাহাজ থেকে সমুদ্রসীমায় বর্জ্যগুলো ফেলা হয়ে থাকতে পারে। পরে ঢেউয়ের সাথে তা সৈকতে ভেসে আসে। বর্জ্যের সাথে ভেসে আসা অন্তত ২০টি কাছিমের মৃত্যু হয়েছে।

কক্সবাজার সমুদ্র সৈকতে বর্জ্য ভেসে আসার কারণ জানতে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। সৈকতে বর্জ্যসহ কাছিম ভেসের আসার কারণ জানতে তদন্তের জন্য জেলা প্রশাসন এ কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়।

জেলা মৎস্য কর্মকর্তা এস এম খালেকুজ্জামান বলেন, কেন বর্জ্য ও কচ্ছপ ভেসে আসছে, তার অনুসন্ধান চলছে। তবে বিপুল বর্জ্য পড়ে রয়েছে সেখানে।

কচ্ছপের মৃত্যুর কারণ সম্পর্কে তিনি জানান, পানিতে অতিরিক্ত বর্জ্য ভেসে উঠলে গ্যাসের সৃষ্টি হয়। তখন অক্সিজেনের ঘাটতি দেখা দিলে কচ্ছপসহ সামুদ্রিক প্রাণীর মৃত্যু হতে পারে।

পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক শেখ মো. নাজমুল হুদা বলেন, মাছ ধরার জালে আটকা পড়েই কচ্ছপের মৃত্যু হচ্ছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কক্সবাজার উপকূলে জলদস্যুর কবলে এমভি আকিজ
মায়ের সামনে পুকুরে ডুবে প্রাণ গেল ছেলের 
গ্যারেজে বসে ইফতারকালে ব্যাটারির পানি পান, হাসপাতালে ৪
কক্সবাজারে তালাশ টিমের ওপর হামলায় ক্র্যাবের নিন্দা 
X
Fresh