• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

সাতক্ষীরার এমপি রবি করোনায় আক্রান্ত

সাতক্ষীরা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৩ জুলাই ২০২০, ১৬:৫৭
সাতক্ষীরার এমপি রবি করোনায় আক্রান্ত

সাতক্ষীরা সদর আসনের এমপি মীর মোস্তাক আহমেদ রবি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আজ সোমবার (১৩ জুলাই) তিনি জানান, রোববার সন্ধ্যায় তার নমুনা পরীক্ষার ফলাফলে করোনাভাইরাস পজিটিভ আসে।

জানা যায়, বেশ কিছু আগে তিনি অসুস্থ্যবোধ করলে নিজেকে ঘরে আবদ্ধ করেন এবং করোনার নমুনা পরীক্ষার জন্য খুলনার পিসিআর ল্যাবে স্যাম্পল পাঠান। আজ তিনি উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা থেকে ঢাকায় চলে যান।

ঢাকায় যাওয়ার আগে তিনি করোনাভাইরাসের সংক্রমণ রোধে সকলকে সরকারি স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছেন। এমপি রবি ও তার পরিবারের পক্ষ থেকে করোনাভাইরাস থেকে মুক্তি, দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন।

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রবি ২০১৪ সালের নির্বাচনে অংশ নিয়ে প্রথমবারের মতো জাতীয় সংসদে যান। ২০১৮ সালের নির্বাচনে সাতক্ষীরা-২ আসন থেকে তিনি টানা দ্বিতীয় দফা নির্বাচিত হন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
করোনায় আক্রান্ত হলেন ডিবিপ্রধান হারুন
X
Fresh