• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বরিশালের হিজলায় ১৪৪ ধারা জারি

বরিশাল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১২ জুলাই ২০২০, ১১:৪৪
Section 144 issued in Hijla of Barisal
বরিশাল

বরিশালের হিজলা উপজেলায় একই স্থানে আওয়ামী লীগের দুগ্রুপ মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেয়ায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

শনিবার (১১ জুলাই) গতকাল সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ।

স্থানীয় সূত্রে জানায়, হিজলা উপজেলাকে নদী ভাঙন থেকে রক্ষায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিকদার মো. টিপু ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাবেক সিনিয়রসহ সভাপতি আফজালুল করিমের সমর্থকরা রোববার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচীর ডাক দেয়। অপরদিকে উপজেলা বাসস্ট্যান্ডে স্থানীয় এমপি পঙ্কজ দেবনাথের সমর্থকরাও একই দাবীতে মানববন্ধনের ডাক দিলে উপজেলা জুড়ে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার হিজলা উপজেলায় ১৪৪ ধারা জারি করেন।

নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ বলেন, জেলা প্রশাসকের নির্দেশনায় এই ঘোষণা দেয়া হয়েছে। পুরো উপজেলাজুড়ে মাইকিং করে সভা সমাবেশের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইজারা নিয়ে সংঘর্ষের আশঙ্কায় ছাতকে ১৪৪ ধারা জারি 
বিক্ষোভের ডাকে ১৪৪ ধারা জারি পাকিস্তানে
পাকিস্তানে ১৪৪ ধারা জারি
ঝিনাইদহে দুই স্থানে ১৪৪ ধারা জারি
X
Fresh