• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

তিস্তার পানি ১৫ সেন্টিমিটার ওপরে, বানভাসিদের দুর্ভোগ চরমে

লালমনিরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১২ জুলাই ২০২০, ১০:১৩
The water of Teesta is 15 cm above
ছবি সংগৃহীত

লালমনিরহাটে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। পানিবন্দি হয়ে পড়েছে দীপচরগুলোর অন্তত লাখো মানুষ।

পানি উন্নয়ন বোর্ড জানায়, উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তায় অস্বাভাবিকভাবে পানি বেড়েই চলেছে। ফলে নদী তীরবর্তী নিম্নাঞ্চলগুলো তলিয়ে গেছে।

রোববার (১২ জুলাই) সকাল থেকে তিস্তার পানি বিপদসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির চাপ সামলাতে হিমশিম খাচ্ছে তিস্তা ব্যারেজ কর্তৃপক্ষ। খুলে দেয়া হয়েছে ব্যারেজের সবগুলো গেট।

তিস্তা ব্যারেজের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, সকালে পানি কমে এলেও বিকেল থেকে আবারও বৃদ্ধি পেয়ে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তাপাড়ের লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে যেতে মাইকিং করা হচ্ছে।

লালমনিরহাটের জেলা প্রশাসক (ডিসি) আবু জাফর জানান, জেলায় তৃতীয় দফায় বন্যা দেখা দিয়েছে। পানিবন্দি হয়ে পড়া পরিবারগুলোর জন্য ১২৪ মেট্রিক টন খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বরাদ্দ হয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আমিরাতে বন্যা : ৩ ফিলিপাইন নাগরিকের মৃত্যু
বৃষ্টি-বন্যায় বিপর্যস্ত ওমান-আরব আমিরাত
আরব আমিরাতে ভয়াবহ বন্যা, ঢাকামুখী ৯ ফ্লাইট স্থগিত 
মুক্তি পাওয়ায় নাবিকদের বাড়িতে খুশির বন্যা
X
Fresh