• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ফরিদপুরে করোনা মারা গেলো ওয়ার্কার্স পার্টির সভাপতি

স্টাফ রিপোর্টার, ফরিদপুর

  ১২ জুলাই ২০২০, ০৯:১৮
Corona president of the Workers Party,
ডা. মনিরুজ্জামান

করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেলশর ওয়ার্কার্স পার্টি মার্কসবাদী’র ফরিদপুর জেলা কমিটির সভাপতি ডা. মনিরুজ্জামান মারা গেছেন।

শনিবার (১১ জুলাই) বেলা ১১টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

কমরেড মনিরুজ্জামানের বয়স হয়েছিল ৬৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ বহু শুভাকঙ্খী ও রাজনৈতিক অনুসারী রেখে গেছেন।

শনিবার সন্ধ্যায় জেলার ভাঙ্গা উপজেলার ঢুহাটি গ্রামে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় সম্মাননা শেষে এই বীর মুক্তিযোদ্ধাকে দাফন করা হয়।

প্রগতিশীল ধারার এ রাজনীতিকের অকাল মৃত্যুতে শোক ও পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মার্কসবাদী’র সভাপতি নূরুল হাসান, সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ, উপদেষ্টা কমরেড বিমল বিশ্বাস, দলটির ফরিদপুর জেলা ও মধুখালী উপজেলা নেতৃবৃন্দ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, জেলা সিপিবি’র সভাপতি রফিকুজ্জামান লায়েক, কমিউনিস্ট লীগের আব্দুল কাদের আজাদ প্রমুখ।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাসপাতালে ভর্তি আর্জেন্টাইন ফরোয়ার্ড তেভেজ
হাসপাতালে সৌদি বাদশাহ
লক্ষ্মীপুরে তাপদাহ, হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা
কালিয়াকৈরে তাপদাহে হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েই চলেছে
X
Fresh