• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

কুমিল্লায় করোনার উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫৪

স্টাফ রিপোর্টার, কুমিল্লা

  ১২ জুলাই ২০২০, ০৯:১৫
4 people died due to corona symptoms
ছবি সংগৃহীত

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় চারজন মারা গেছেন।

জানা গেছে, মৃতদের মধ্যে আইসোলেশন ওয়ার্ডে ১ এবং করোনা ইউনিটের আইসিইউতে ৩ জন মারা যায়। তাদের মধ্যে সবাই পুরুষ।

হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা খাতুন বলেন, মৃত ৪ জনই জ্বর, সর্দি, শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন।

কুমিল্লা জেলায় নতুন করে আরও ৫৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় কোভিড রোগীর সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৩৬৪।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন সংক্রমিতদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ১৮ জন, নাঙ্গলকোটে ১০, চান্দিনায় ৬, হোমনা, দেবীদ্বার ও মনোহরগঞ্জে ৫ জন করে, বুড়িচংয়ে ৩ জন ও লালমাই উপজেলায় ২ জন রয়েছেন। করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ১২১ জন। আর সুস্থ হয়েছেন ২ হাজার ৩৭৩ জন।

কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন মো. সাহাদাত হোসেন বলেন, কুমিল্লায় এ পর্যন্ত ২১ হাজার ৫৫৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে ২১ হাজার ৯৭ জনের প্রতিবেদন পাওয়া গেছে।

আরও পড়ুন

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাসপাতালে ভর্তি আর্জেন্টাইন ফরোয়ার্ড তেভেজ
হাসপাতালে সৌদি বাদশাহ
লক্ষ্মীপুরে তাপদাহ, হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা
কালিয়াকৈরে তাপদাহে হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েই চলেছে
X
Fresh