• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ফরিদপুরে করোনা আক্রান্তের সংখ্যা ৩ হাজার ছাড়ালো

স্টাফ রিপোর্টার, ফরিদপুর

  ১১ জুলাই ২০২০, ১৫:২৫
Corona virus
ছবি সংগৃহীত

ফরিদপুরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৯১ জনে। এদিকে আজ শনিবার জেলায় নতুন করে আরও ১১৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ২৮ জন মারা গেছেন।

শনিবার জেলা সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ নতুন করে জেলায় ১১৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

এদিকে ফরিদপুরের পুলিশ সুপার মো. আলীমুজ্জামান জানান, করোনার এই মহামারিতে জেলা পুলিশ মানুষের পাশে দাঁড়িয়ে সেবা দিয়ে যাচ্ছে। ইতোমধ্যে ২৩৮ পুলিশ সদস্য কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। তবে সুস্থ হয়ে উঠেছেন ৯০ জন। আর মারা গেছেন ২ পুলিশ সদস্য।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, নিজের জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত করোনা যুদ্ধে কাজ করতে হচ্ছে প্রত্যেক পুলিশ সদস্য। করোনায় আক্রান্ত মৃত্যু ব্যক্তিকে দাফন-কাফনের ব্যবস্থাও করছে পুলিশ। যে কারণে আমাদের সদস্যরা বেশি আক্রান্ত হচ্ছেন।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আহত আ.লীগ নেতাকে চিকিৎসা দিতে দেরি করায় ডাক্তারকে মারধর
বাসায় ফিরলেন খালেদা জিয়া
কালীগঞ্জে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, ৫০ হাজার টাকা জরিমানা 
চিকিৎসার জন্য বিদেশে যেতে আমানউল্লাহ আমানের আবেদন
X
Fresh