• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

যশোরে আরও ৩১ জন করোনায় আক্রান্ত

যশোর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১১ জুলাই ২০২০, ১২:০০
Corona Jessore Science
ছবি সংগৃহীত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) জেনোম সেন্টারে ৬০জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে যশোর জেলায় ৩১ জন নতুন রোগী পাওয়া গেছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারে নমুনা পরীক্ষার প্রকাশিত ফলাফলে এ তথ্য পাওয়া গেছে।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এনএফটি বিভাগের চেয়ারম্যান ও জেনোম সেন্টারের পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার বলেন, যশোরসহ চার জেলার ২৬৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬০টি নমুনা পজিটিভ রেজাল্ট দেয়। এছাড়া ২০৫টি নেগেটিভ রেজাল্ট দেয়। এরমধ্যে যশোর জেলার ১৩৩ নমুনা পরীক্ষা করে ৩১ জনের, মাগুরা জেলার ৩০ নমুনা পরীক্ষা করে সাতজনের, বাগেরহাট জেলার ২৪ নমুনা পরীক্ষা করে সাতজনেরও সাতক্ষীরা জেলার ৭৮ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের শরীরের কোভিডের জীবাণু মিলেছে।

যশোর সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, আজ সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ৩১ জনের করোনা পজিটিভ রেজাল্ট এসেছে। এর মধ্যে ফলোআপ নমুনা আছে কিনা যাচাই করা হচ্ছে। শনাক্তদের অবস্থান নিশ্চিত করে সেসব এলাকা লকডাউন করা হবে বলে সিভিল সার্জন জানান।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চবির শাটল ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু
দেশসেরার তালিকায় ৪৩তম গণ বিশ্ববিদ্যালয়
কৃষিগুচ্ছের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু যেদিন
রাবির নতুন জনসংযোগ প্রশাসক প্রণব কুমার পাণ্ডে
X
Fresh