• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

রাজবাড়ীতে নতুন করে ২৭ জনের করোনা শনাক্ত

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১০ জুলাই ২০২০, ১৯:৩৫
corona virus
ফাইল ছবি

রাজবাড়ীতে আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ২৭ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৬৬ জনে।

আজ শুক্রবার রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জেলায় নতুন করে আরও ২৭ জনের করোনা পজিটিভ এসেছে। এর মধ্যে ইতোমধ্যেই এক নারী মারা গেছেন। তার নাম আয়েশা বেগম (৭৫)। তিনি কালুখালী উপজেলার রতনদিয়া এলাকার বাসিন্দা ছিলেন।

তিনি আরও জানান, নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ১৩ জন, পাংশার ১০ জন, কালুখালীর ২ জন, বালিয়াকান্দির ১ জন ও গোয়ালন্দের ১ জন বাসিন্দা রয়েছেন।

এছাড়াও নতুন করে করোনা আক্রান্তরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন বলে জানান তিনি। সিভিল সার্জন বলেন, আক্রান্তদের জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

প্রসঙ্গত, এ পর্যন্ত জেলায় ৬৬৬ জন করোনা আক্রান্তের মধ্যে ২৪০ জন সুস্থ হয়ে উঠেছেন। আর মারা গেছেন ৪ জন।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh