logo
  • ঢাকা রোববার, ০৯ আগস্ট ২০২০, ২৫ শ্রাবণ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু ৩২ জন, আক্রান্ত ২৬১১ জন, সুস্থ হয়েছেন ১০২০ জন: স্বাস্থ্য অধিদপ্তর

রাজবাড়ীতে নতুন করে ২৭ জনের করোনা শনাক্ত

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ
|  ১০ জুলাই ২০২০, ১৯:৩৫ | আপডেট : ১০ জুলাই ২০২০, ১৯:৫৯
corona virus
ফাইল ছবি

রাজবাড়ীতে আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ২৭ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৬৬ জনে।

আজ শুক্রবার রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, জেলায় নতুন করে আরও ২৭ জনের করোনা পজিটিভ এসেছে। এর মধ্যে ইতোমধ্যেই এক নারী মারা গেছেন। তার নাম আয়েশা বেগম (৭৫)। তিনি কালুখালী উপজেলার রতনদিয়া এলাকার বাসিন্দা ছিলেন।

তিনি আরও জানান, নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ১৩ জন, পাংশার ১০ জন, কালুখালীর ২ জন, বালিয়াকান্দির ১ জন ও গোয়ালন্দের ১ জন বাসিন্দা রয়েছেন।

এছাড়াও নতুন করে করোনা আক্রান্তরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন বলে জানান তিনি। সিভিল সার্জন বলেন, আক্রান্তদের জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

প্রসঙ্গত, এ পর্যন্ত জেলায় ৬৬৬ জন করোনা আক্রান্তের মধ্যে ২৪০ জন সুস্থ হয়ে উঠেছেন। আর মারা গেছেন ৪ জন।

এজে

RTVPLUS

সংশ্লিষ্ট সংবাদ : করোনাভাইরাস

আরও
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ২৫৫১১৩ ১৪৬৬০৪ ৩৩৬৫
বিশ্ব ১৯৫৬১৩৯৫ ১২৫৫৮০৫০ ৭২৪৩৮১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়