• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ঝালকাঠিতে করোনা উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৯ জুলাই ২০২০, ১৬:৫৮
Corona virus
ফাইল ছবি

ঝালকাঠিতে করোনা উপসর্গ নিয়ে হারুন-অর-রশীদ (৫২) নামে এক ব্যক্তি মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে শহরের পালবাড়ির বাসা থেকে অ্যাম্বুলেন্সযোগে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মৃত ব্যক্তির পারিবারিক সূত্র জানায়, হারুন-অর-রশীদ শহরের পালবাড়ির বাসায় এক সপ্তাহ ধরে বুকে ব্যথা, শ্বাসকষ্ট ও জ্বরে ভুগছিলেন। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। এ নিয়ে ঝালকাঠি জেলায় করোনা উপসর্গ নিয়ে ৩৪ জন এবং করোনা পজিটিভ হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে।

এদিকে জেলায় নতুন করে আরও ১৬ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩০৬ জন।

ঝালকাঠির সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. আবুয়াল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজন মোতাবেক যথা সময়ে তাদের যথাযথ চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh