• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

আবারও বাড়তে শুরু করেছে তিস্তার পানি

লালমনিরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৯ জুলাই ২০২০, ১৩:২৬
Teesta water has started rising again
ছবি সংগৃহীত

আবারও শুরু হয়েছে টানা বর্ষণ ও উজানের ঢল। ফলে তিস্তার পানি বাড়তে শুরু করেছে। যেকোনো সময় চতুর্থবারের মতো বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে বলে তিস্তা ব্যারেজ কন্ট্রোল রুম সূত্র জানিয়েছে ।

তিস্তার এ পানি আসা যাওয়ার খেলায় নদীপাড়ের মানুষ অবর্ণনীয় দুঃখ-কষ্টের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন । পানি উন্নয়ন বোর্ড কন্ট্রোল রূম সূত্র জানিয়েছে, ক্রমাগত বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে তিস্তার পানি কখনও বাড়ছে আবার কখনও কমছে।

আজ সকাল ছয়টায় তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানিয়েছেন। এদিকে বন্যাকবলিত মানুষের মধ্যে এ পর্যন্ত যে পরিমাণ ত্রাণ বিতরণ করা হয়েছে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে জানিয়েছেন বানভাসিরা।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পানি উন্নয়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি
আবাসিক হোটেল থেকে বিআইডব্লিউটিসি কর্মকর্তার মরদেহ উদ্ধার
X
Fresh