• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

কুমিল্লায় করোনা উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু, শনাক্ত আরও ৮১ জন

স্টাফ রিপোর্টার, কুমিল্লা

  ০৯ জুলাই ২০২০, ০৮:৪২
In Comilla, 5 people died due to corona symptoms and 61 others were identified
সংগৃহীত

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে।

জানা গেছে, মৃতদের মেধ্যে আইসলোশনে ১ জন, করোনা ইউনিটে ৩ জন ও আইসিইউতে ১ জন মারা যান।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী সার্জন ডা. মুক্তা রানি ভূঁইয়া জানান, মৃত ৫ জনই জ্বর, সর্দি, শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন।

এদিকে কুমিল্লা গেল ২৪ ঘণ্টায় ৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ১ জন এবং সুস্থ হয়েছেন ১৮৬ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে বুধবার এই তথ্য পাওয়া গেছে। এনিয়ে জেলায় মোট ৪ হাজার ১৬৭ জনের করোনাভাইরাস শনাক্ত হলো। মারা গেছেন ১১২ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ১২৪ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে জানা গেছে, কুমিল্লা সিটি করপোরেশনে ২২ জন, চৌদ্দগ্রামে ১৫ জন, লাকসামে ১৩ জন, নাঙ্গলকোট ও বরুড়ায় ৭ জন করে, চান্দিনায় ৫ জন, মনোহরগঞ্জে ৪ জন, বুড়িচংয়ে ৩ জন, আদর্শ সদর ও সদর দক্ষিণে ২ জন করে এবং ব্রাহ্মণপাড়ায় ১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়।

কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন মো. সাহাদাত হোসেন বলেন, কুমিল্লা জেলায় এ পর্যন্ত মোট ২০ হাজার ৯৩০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। এর মধ্যে মঙ্গলবার পর্যন্ত ২০ হাজার ৩৪০ জনের প্রতিবেদন পাওয়া গেছে। এর মধ্যে কুমিল্লা শহরে মোট ১ হাজার ১৩২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মারা গেছেন ১৫ জন। বুধবার নমুনা পাঠানো হয়েছে ২৪২টি। আগের ২৭৭টি নমুনার মধ্যে ৮১টির ফল পজিটিভ পাওয়া গেছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh