• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

পঞ্চগড়ে আরও দুইজন করোনায় আক্রান্ত

পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৮ জুলাই ২০২০, ১৩:১৮
two more people were affected by Corona
ছবি সংগৃহীত

গেল ২৪ ঘণ্টায় পঞ্চগড়ে নতুন করে এক পুলিশ সদস্যসহ আরও দুইজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলার পাঁচউপজেলায় মোট করোনা রোগীর শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১৬০ জনে। এ পর্যন্ত জেলায় তিনজনের জনের মৃত্যু ও ১২৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

মঙ্গলবার রাতে নতুন করে ওই পুলিশ সদস্যসহ দুইজনের করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড় সিভিল সার্জন ডা. ফজলুর রহমান।

এদিকে জেলা পুলিশ নতুন করে ওই পুলিশ সদস্যের করোনা শনাক্ত হওয়ার রিপোর্ট পাওয়ার পরপরই পুলিশ লাইন্সে বাড়তি সর্তকতা জারি করেছে। অন্যদিকে করোনা শনাক্ত হওয়া তেঁতুলিয়া উপজেলার অপরজনের বাড়িসহ আশপাশের ১০টি বাড়ি লকডাউন করে রেখেছে প্রশাসন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়,নতুন করে শনাক্ত হওয়া জেলা পুলিশ লাইন্স ওই পুলিশ সদস্যসহ দুইজনের গেল পাঁচ জুলাই তাদের দুইজনের পৃথকভাবে তাদের শরীর থেকে স্বাস্থ্য বিভাগ নমুন সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে পাঠালে আজ মঙ্গলবার রাতে ওই পুলিশ সদস্যসহ দুইজনের নমুনার রিপোর্ট পজেটিভ আসে। তবে তারা দুইজনেই সুস্থ ও নিজ বাড়িতে আছেন ।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিজের ডেকে আনা পুলিশের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি তরুণের 
পাহাড়ে রাতে র‌্যাব-পুলিশের অভিযান, ১০ অপহৃত উদ্ধার
নারায়ণগঞ্জে বাসের ধাক্কায় পুলিশ সদস্য নিহত
ঈদে বাল্কহেড-স্পিডবোট চলাচল নিয়ে যে সিদ্ধান্ত হলো
X
Fresh