• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রাজশাহীতে আরও ৬০ জন করোনায় আক্রান্ত

রাজশাহী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৮ জুলাই ২০২০, ১২:০৫
60 more people are affected by corona
ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের দুই ল্যাবে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও পুলিশসহ রাজশাহী মহানগরীর ৬০ জনের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে নগরীতে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০২৩ জন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস গতকাল মঙ্গলবার রাতে জানান, একজন চিকিৎসক, চারজন নার্স এবং ১০ পুলিশসহ ৬০ জনের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হওয়ায় রাজশাহী মহানগরীতে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়ালো।

মঙ্গলবার আক্রান্তের সংখ্যা মিলিয়ে মহানগরীতে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১০২৩ জন। ফলে জেলায় আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৩৮ জনে।

এদিকে সিভিল সার্জনের এনামুল হক জানান, রাজশাহী জেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা ১৩৩৮ জন। এদের মধ্যে নগরীতে অবস্থান করছে ১০২৩ জন। এছাড়াও জেলার বাঘা উপজেলায় ২৩ জন, চারঘাটে ৩১ জন, পুঠিয়ায় ১৯ জন, দুর্গাপুরে ১৭ জন, বাগমারায় ৩৮ জন, মোহনপুরে ৪৭ জন, তানোরে ৪৫ জন, পবায় ৮৩ জন এবং গোদাগাড়ীতে ১২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এপর্যন্ত সুস্থ হয়েছেন ১৬৫জন। এর মধ্যে নগরীতে ৫৫ জন, বাঘায় ১০ জন, চারঘাটে ১৩ জন, পুঠিয়ায় ১২ জন, দুর্গাপুরে তিনজন, বাগমারায় ১৬ জন, মোহনপুরে ৩২ জন, তানোরে ১৭ জন, পবায় ১২ জন ও গোদাগাড়ীতে একজন। আর এ পর্যন্ত করোনায় জেলায় মারা গেছেন ১২ জন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাকরির সুযোগ দেবে ইবনে সিনা, নেবে একাধিক
খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি, নেওয়া হচ্ছে হাসপাতালে
ইসলামিয়া চক্ষু হাসপাতালে চাকরির সুযোগ
তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জন হাসপাতালে
X
Fresh