• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

শরীয়তপুরে পদ্মার ভাঙনে বিলীন ২৩ ব্যবসা প্রতিষ্ঠান

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৮ জুলাই ২০২০, ১০:১৮
Padma erosion Shariatpur
ছবি সংগৃহীত

পদ্মার আকস্মিক ভাঙনে বিলীন হয়েছে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর চেয়ারম্যান স্টেশন বাজারের ২৩টি ব্যবসা প্রতিষ্ঠান।

গতকাল মঙ্গলবার রাত একটা থেকে ভোর চারটা পর্যন্ত ভাঙনের কবলে পরে ৫০ বছরের পুরনো বাজারটি।

এতে প্রায় ১৮টি দোকান ঘর নদীগর্ভে বিলীন হয়ে যায়। এদিকে গেল রাতে অব্যাহত নদী ভাঙনে আরও পাঁচ দোকানসহ দুই দিনে ২৩ দোকান নিয়ে বাজারের বেশ কিছু অংশ নদীতে বিলীন হয়ে গেছে। ভাঙন আতঙ্কে অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠান সরিয়ে নিয়েছে স্থানীয়রা।

ভাঙন অব্যাহত থাকায় নদী তীর থেকে স্থাপনা নিয়ে নিরাপদ দূরত্বে সরে যাচ্ছে ব্যবসায়ীরা। ভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড।

পদ্মায় পানি বৃদ্ধি পাওয়ায় গেল প্রায় এক সপ্তাহ ধরে নদী ভাঙনের কবলে পরে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর চেয়ারম্যান স্টেশন বাজারটি। মঙ্গলবার রাতে কোনোকিছু বুঝে ওঠার আগেই আকস্মিক ভাঙনের কবলে স্থাপনা ও মালামালসহ নদীতে বিলীন হয়ে গেছে ১৮ টি ব্যবসা প্রতিষ্ঠান।

এদিকে অব্যাহত ভাঙনে গেল রাতে আরও পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙন আতঙ্কে বাজারের অন্তত অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠান সরিয়ে নিয়েছে স্থানীয়রা।

ব্যবসা প্রতিষ্ঠান নদীতে বিলীন হওয়ায় বড় ধরনের লোকসানে পরেছে ব্যবসায়ীরা। পরিবারের ভরন পোষণের একমাত্র দোকান হারিয়ে দিশেহারা দোকান ব্যবসায়ীরা। দ্রুত ভাঙন রোধসহ স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন ভাঙনকবলিতরা।

এদিকে শরীয়তপুরের কীর্তিনাশা নদীর আটটি পয়েন্টে দেখা দিয়েছে ভাঙন। গত বছরের ফেলা জিওব্যাগ স্রোতের তোরে ভেসে গেছে কয়েকটি স্থানে। এতে করে শরীয়তপুর শহর রক্ষাবাঁধ রয়েছে ঝুঁকির মধ্যে। ইতিমধ্যে জরুরি ভিত্তিতে প্রাথমিকভাবে ভাঙন রোধে ওই স্থানে ৯৯ লাখ টাকা ব্যয়ে জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজ শুরু করেছে, পানিসম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ড।

ভাঙ্গন রোধে দ্রুত স্থায়ী সমাধানের দাবি ভুক্তভোগীদের। শরীয়তপুর-২ আসনের পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেন, দ্রুত সময়ের মধ্যে ব্যাবস্থা নেয়া হচ্ছে। ভাঙনকবলিত মানুষের পাশে আমরা সবসময় আছি।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পদ্মায় গোসলে নেমে ৩ কিশোরের মৃত্যু
ছুটির ৫ দিনে পদ্মা সেতুতে যত টাকার টোল আদায়
পদ্মায় গোসল করতে নেমে ২ শিশু নিখোঁজ 
পদ্মায় রেল ও ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার, স্কুলছাত্র নিখোঁজ
X
Fresh