• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

শরীয়তপুরে আরও ২৬ জন করোনায় আক্রান্ত

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৮ জুলাই ২০২০, ০৮:৫০
Corona Shariatpur is healthy
ছবি সংগৃহীত

গেল ২৪ ঘণ্টায় শরীয়তপুরে নতুন করে আরও ২৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৭৩৬ জন। এছাড়া জেলায় নতুন করে আরও সাতজনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৯৭ জন এবং মৃত্যুবরণ করেছেন ছয়জন।

জানা যায়, নতুন আক্রান্তদের মধ্যে শরীয়তপুর সদর উপজেলায় ১৩ জন, জাজিরা উপজেলায় পাঁচজন, নড়িয়া উপজেলায় চারজন, ভেদরগঞ্জ উপজেলায় একজন, গোসাইরহাট উপজেলায় তিনজনসহ জেলায় গেল ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ২৬ জন।

এ পর্যন্ত শরীয়তপুর জেলায় মোট পাঁচ হাজার ৭০৯ জন সন্দেহভাজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। এর মধ্যে পাঁচ হাজার ৫৫৯ জনের নমুনা পরীক্ষার ফলাফল জেলা স্বাস্থ্য অধিদপ্তরে এসেছে। তার মধ্যে করোনা পজিটিভ এসেছে ৭৩৬ জন এবং গেল ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাতজন। এছাড়া জেলায় সর্বমোট সুস্থ হয়েছেন ৩৯৭ জন রোগী।

জেলা স্বাস্থ্য অধিদপ্তরের সূত্রমতে, শরীয়তপুর জেলার ছয় উপজেলায়

গতকাল মঙ্গলবার রাত আটটার সময় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন এস. এম আব্দুল্লাহ্ আল-মুরাদ।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, চলতি বছরে ২৪
অসুস্থ খন্দকার মোশাররফকে দেখতে গেলেন মির্জা ফখরুল
প্রচণ্ড গরমে সুস্থ থাকতে যা করবেন
গরমে বাড়ছে জ্বর-ডায়রিয়া, অসুস্থদের অধিকাংশই শিশু
X
Fresh