• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

ঝালকাঠিতে করোনা উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৬ জুলাই ২০২০, ২১:৫২
Corona virus
ফাইল ছবি

ঝালকাঠিতে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সোমবার দুপুরে ২ জন মারা গেছেন। তারা হলেন ঝালকাঠি জেলা দলিল লেখক সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মো. আবদুল কুদ্দুস হাওলাদার (৭০) ও সদর উপজেলার বাউলকান্দা গ্রামের মো. সিরাজুল ইসলাম (৬৫)।

মৃত ব্যক্তিদের পারিবারিক সূত্র জানায়, মুক্তিযোদ্ধা আবদুল কুদ্দুস হাওলাদার গত ৮ দিন ধরে বুকে ব্যথা, শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি ছিলেন। সোমবার দুপুর একটার দিকে অবস্থার অবনতি হলে অ্যাম্বুলেন্স যোগে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
অপরদিকে সিরাজুল ইসলাম বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে ঝালকাঠি শহরে মেয়ের বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। সোমবার বেলা ১২টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ নিয়ে ঝালকাঠি জেলায় করোনা উপসর্গ নিয়ে ৩০ জনের এবং করোনা পজিটিভ হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে।

এদিকে জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪৯ জনে।

ঝালকাঠির সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. আবুয়াল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh