• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

পিরোজপুরে নতুন সর্বোচ্চ ৫০ জনের করোনা শনাক্ত

পিরোজপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৬ জুলাই ২০২০, ১৮:২৪
Corona virus
ফাইল ছবি

পিরোজপুরে নতুন করে আরও ৫০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৯৪ জনে।

সোমবার (৬ জুলাই) পিরোজপুর সিভিল সার্জন অফিস সূত্রে এই তথ্য জানা গেছে।

তারা জানায়, আজ নতুন করে ৫০ জনের করোনাভাইরাস ধরা পড়েছে। এর মধ্যে পিরোজপুর সদরের ৭ জন, মঠবাড়িয়ার ২৭ জন, কাউখালীর ৮ জন, ভান্ডারিয়ার ৫ জন ও ৩ জনের বাড়ি নাজিরপুর উপজেলায়।

এছাড়া মোট আক্রান্ত ২৯৪ জনের মধ্যে সদর উপজেলায় ৫৭ জন, ভান্ডারিয়া উপজেলায় ৫৫ জন, মঠবাড়িয়া উপজেলায় ৯৯ জন, কাউখালী উপজেলায় ২০ জন, নেছারাবাদ উপজেলায় ২২ জন, ইন্দুরকানী উপজেলায় ২২ জন এবং নাজিরপুর উপজেলায় ১৯ জন রোগী রয়েছেন।

এ পর্যন্ত আক্রান্তদের মধ্য থেকে সুস্থ হয়েছেন ১৪২ জন। আর মারা গেছেন ৫ জন। এছাড়াও পিরোজপুর থেকে মোট ২ হাজার ৬১৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তবে, এর মধ্যে ৮১৯ জনের নমুনার প্রতিবেদন হাতে পায়নি স্বাস্থ্য বিভাগ।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh