• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

কাঁচা মরিচের আমদানি বৃদ্ধিতে দেশের বাজারে দাম কমছে

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৬ জুলাই ২০২০, ১৫:০৮
increase import raw chillies prices decreasing
ভারতীয় ট্রাক থেকে কাঁচা মরিচ নামাচ্ছেন বন্দরের শ্রমিকরা। ছবি: আরটিভি নিউজ

হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচের আমদানি বেড়েছে। ফলে কেজিতে ১৫ থেকে ২০ টাকা কমে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৫০ টাকা করে।

এসব আমদানিকৃত কাঁচা মরিচ গত ২ দিন আগে আড়তগুলোতে বিক্রি হয়েছে ৬৫ থেকে ৭০ টাকা কেজি দরে। আমদানিকৃত এসব কাঁচা মরিচ প্রতি কেজি ২১ টাকা শুল্ক দিয়ে আমদানি করছে ব্যবসায়ীরা।

হিলি স্থলবন্দরের কাঁচামরিচ আমদানিকারকরা জানান, বন্যার কারণে দেশের বিভিন্ন স্থানে কাঁচা মরিচের আবাদ নষ্ট হয়েছে। তাই দেশে কাঁচা মরিচের চাহিদা মেটাতে ও দাম স্বাভাবিক রাখতে ভারত থেকে পণ্যটি আমদানি করা হচ্ছে। আগের থেকে আমদানি বাড়ায় বন্দর এলাকায় দাম কমতে শুরু করেছে।

হিলি কাস্টমস সূত্রে জানা যায়, গত ৮ কর্ম দিবসে ভারত থেকে ২৫৪ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি হয়েছে। যা থেকে সরকার রাজস্ব পেয়েছে ৫১ লাখ ৮৩ হাজার ৩৪২ টাকা।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি ও যাত্রী পারাপার বন্ধ
হিলিতে কমেছে পেঁয়াজ-কাঁচা মরিচের দাম
আমদানি স্বাভাবিক থাকলেও বেড়েই চলেছে আলুর দাম
চাল আমদানির অনুমতি পেল আরও ৫০ প্রতিষ্ঠান
X
Fresh