• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সিলেটে গৃহবধূকে গণধর্ষণ মামলার মূলহোতা গ্রেপ্তার

সিলেট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৬ জুলাই ২০২০, ১৪:৫২
সিলেট গৃহবধূ কানাইঘাট
ছবি সংগৃহীত

সিলেটের কানাইঘাট উপজেলায় গৃহবধূকে গণধর্ষণের ঘটনার মূলহোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল রোববার তাকে গোয়াইনঘাট উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম আবুল কালাম আজাদ। তিনি উপজেলার ব্রাহ্মণগ্রামের নূর উদ্দিনের ছেলে।

ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে ইতোমধ্যে কানাইঘাট থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে।

সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন আরটিভি নিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, গেল দুই দিন আগে কানাইঘাটে ঝড়ের রাতে ঘরের সিধ কেটে প্রধান আসামি আজাদসহ দুজন মিলে অস্ত্র দেখিয়ে ওই গৃহবধূকে ধর্ষণ করে ঘরের টাকা-পয়সা নিয়ে পালিয়ে যায়।

পরে মহিলা নিজে বাদী হয়ে কানাইঘাট থানায় আজাদকে প্রধান আসামি করে দুইজনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে অভিযান চালিয়ে আজাদকে আটক করে পুলিশ। এদিকে, সন্দেহজনকভাবে আজাদের আরেক সহযোগী মুক্তার নামের একজনকে আটক করেছে ্যাব- ৯।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিলেটে পাওয়া যাবে আইসিসি অনুমোদিত বাংলা ব্যাট
সকাল ৯টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
বিকালে প্রতিবেশীর সঙ্গে ঝগড়া, পরের দিন মিলল গৃহবধূর মরদেহ
খাটের নিচ থেকে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার
X
Fresh