• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সিরাজগঞ্জে নদীর পানি কমলেও বাড়ছে মানুষের দুর্ভোগ (ভিডিও)

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৬ জুলাই ২০২০, ১৪:০১

সিরাজগঞ্জে গেল তিন দিন ধরে যমুনা নদীর পানি কমতে শুরু করলেও এখনও তা বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

টানা নয় দিন ধরে যমুনা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় জেলার বন্যাকবলিত পাঁচটি উপজেলার মানুষের বাড়ি-ঘরে পানি একই রকম আছে।

সিরাজগঞ্জ সদর,কাজিপুর, বেলকুচি, চৌহালী ও শাহজাদপুরের পানিবন্দি দেড় লাখ মানুষ, বাঁধ, উঁচু জায়গা ও স্কুল ঘরের বারান্দায় আশ্রয় নিয়েছে।

গেল ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জের কাজিপুর পয়েন্টে যমুনা নদীর পানি ২৫ সেন্টিমিটার কমে সোমবার সকাল ছয়টায় বিপদসীমার ১৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

একই সময় সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের হার্ডপয়েন্টে ১৪ সেন্টিমিটার কমে পানি বিপদসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

ব্রহ্মপুত্র, যমুনা নদ-নদীসমূহের পানি সমতলে হ্রাস পাচ্ছে। যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্ত্রীসহ সাবেক এমপির পিএসের বিরুদ্ধে দুদকের মামলা
সিরাজগঞ্জে দুই টেক্সটাইল মিলকে ৫০ হাজার টাকা জরিমানা
দাঁত ব্রাশ করতে গিয়ে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
চাকরি দেবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি, বেতন ৮৪,০০০ টাকা
X
Fresh