• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

করোনা কেড়ে নিলো সাবেক মেয়রের প্রাণ

স্টাফ রিপোর্টার, শেরপুর, আরটিভি নিউজ

  ০৬ জুলাই ২০২০, ১২:২০
মেয়র করোনা মৃত্যু
ছবি সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ী পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল হালিম উকিল (৬৩) মারা গেছেন।

গতকাল রোববার দিনগত রাত একটার দিকে ঢাকার উত্তরায় অবস্থিত কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। করোনায় আক্রান্ত হয়ে আব্দুল হালিম উকিল গেল ২৬ জুন কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি হন।

কৈশোরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের পর থেকেই তিনি ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়েন। তরুণ বয়সেই তিনি পরপর দুইবার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন।

এরপর দুই দুইবার নালিতাবাড়ী পৌরসভার মেয়র নির্বাচিত হন। রাজনীতির প্রথম জীবনে তিনি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন। পরে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলেন। সবশেষ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সভাপতি হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।

তার মৃত্যুতে নকলা-নালিতাবাড়ী আসনের সংসদ সদস্য, সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরীসহ সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন।

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্যবসায়ী নেতার মৃত্যুতে আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম বন্ধ
ঈদযাত্রায় বেশি মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায়
তালতলীতে ‘হিটস্ট্রোকে’ শ্রমিকের মৃত্যু
রাজবাড়ীতে হিটস্ট্রোকে শিক্ষকের মৃত্যু
X
Fresh