• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রাজশাহীতে করোনা রোগীর লাশ ফেলে পালালো স্বজনরা

স্টাফ রিপোর্টার, রাজশাহী

  ০৫ জুলাই ২০২০, ১৫:৪৩
Relatives fled leaving the body corona patient Rajshahi
রাজশাহী

এবার চিকিৎসাধীন অবস্থায় মৃত এক করোনা রোগীর মরদেহ হাসপাতালে ফেলে রেখে চলে গেছেন তার স্বজনরা। মৃত করোনা রোগীর নাম আজাদ আলী। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন।

গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বাড়ি নওগাঁর পত্নীতলার জামগ্রামে।

এ বিষয়ে হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, শনিবার গভীর রাতে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় ওই রোগী মারা যান। তখন রোগীর স্বজনরা ছিলেন। কিন্তু মারা যাওয়ার পর থেকে রোগীর স্বজনদের আর হাসপাতালে পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, আজ রোববার বেলা সাড়ে ১১টা পর্যন্তও রোগীর স্বজনদের কেউ আসেনি। পরে হাসপাতাল থেকে রোগীর স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলেছেন, আমরা রোগী নেব না। আপনারা দাফন করে দেন। তাই কোয়ান্টাম ফাউন্ডেশনের মাধ্যমে লাশ দাফনের ব্যবস্থা নেয়া হয়েছে।

এনিয়ে শনিবার করোনার উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৩ জনের।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh