• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

কুমিল্লায় করোনার উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৮৬ জন (ভিডিও)

স্টাফ রিপোর্টার, কুমিল্লা

  ০৫ জুলাই ২০২০, ১৪:২৪

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৬ জনের।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী সার্জন ডা. মুক্তা রানি ভূঁইয়া জানান, মৃত্যু ৬ জন জ্বর, সর্দি, শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন।

এদিকে কুমিল্লা জেলায় গত ২৪ ঘণ্টায় ৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আরও করোনায় আক্রান্ত ৩ জনের মৃত্যু হয়েছে।

কুমিল্লার সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, শনিবার আক্রান্তরা হলেন- কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ২০ জন, নাঙ্গলকোটের একজন, দেবিদ্বারের সাতজন, চৌদ্দগ্রামের ১৯ জন, সদর দক্ষিণের ও মুরাদনগরের পাঁচজন করে, মনোহরগঞ্জের ও চান্দিনার, দাউদকান্দির দুইজন করে, তিতাসের চারজন, মেঘনার তিনজন, হোমনার ও বরুড়ার আটজন করে আক্রান্ত হয়েছে।

শনিবার ৩৩ জন সুস্থসহ জেলায় এখন পর্যন্ত এক হাজার ৬৪৬ জন সুস্থ হয়েছে। শনিবার তিন জনসহ জেলায় এখন পর্যন্ত মারা গেছে ১০৬ জন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
এক যুগ পর ভোট দিলেন আসিফ আকবর
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
X
Fresh