• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সাপাহারে করোনায় প্রথম মৃত্যু

নওগাঁ  প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৫ জুলাই ২০২০, ০৯:০৬
The first death in Corona in Sapahar
ছবি সংগৃহীত

নওগাঁর সাপাহারে করোনায় এক গ্রাম পুলিশের মৃত্যু হয়েছে।

জানা গেছে, উপজেলার আটানিপাড়া রামান্দ্রবাটি গ্রামের মৃত এন্তাজ আলীর ছেলে হারুন আর রশিদ (৫১) ২ নম্বর গোয়ালা ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশ হিসেবে কর্মরত ছিলেন।

সাপাহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মুহা. রুহুল আমিন ও পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টসহ জটিল রোগে ভুগছিলেন। গত ৩০ জুন মঙ্গলবার সাপাহার থেকে সরাসরি নওগাঁ সদর হাসপাতালে নেয়া হয় এবং সেখানে তার করোনা পরীক্ষার জন্য নমুনা দেওয়া হয়।

একদিন চিকিৎসা নেয়ার পরে রোগীর অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার বেলা ১১টায় বগুড়া শহীদ জিয়ায়ুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।

শনিবার নওগাঁ সিভিল সার্জন মৃত্যু ব্যক্তি করোনা পজিটিভ সেটি তার পরিবারকে নিশ্চিত করেছেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পর্যটকদের মারধর, এএসপি বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
পুলিশ লাইনস পুকুরে কনস্টেবলের রহস্যজনক মৃত্যু
রাজধানীতে সেলুন থেকে যুবকের মরদেহ উদ্ধার
এডিসি ও এসি পদমর্যাদার ৬ কর্মকর্তাকে বদলি
X
Fresh