• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

করোনা: রাজবাড়ীতে সোনালী ও ইসলামী ব্যাংকের শাখা লকডাউন

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৪ জুলাই ২০২০, ১৭:০৯
Corona virus lock-down bank
ফাইল ছবি

রাজবাড়ী শহরের ২টি বাণিজ্যিক ব্যাংকের ১৯ জন কর্মকর্তা ও কর্মচারীর করোনাভাইরাস শনাক্ত হওয়ার ঘটনায় রাজবাড়ীর সোনালী ব্যাংক ও ইসলামী ব্যাংকের প্রধান দু’টি শাখা লকডাউন করে দিয়েছে প্রশাসন।

আজ শনিবার রাজবাড়ী সদর উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও সদর উপজেলা নির্বাহী অফিসার মো. সাঈদুজ্জামান খান এবং সদস্য সচিব ও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুল হান্নান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সদস্য সচিব ও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুল হান্নান জানান, সোনালী ব্যাংক রাজবাড়ীর প্রধান শাখায় ৮ জন কর্মকর্তা-কর্মচারী এবং ইসলামী ব্যাংক রাজবাড়ীর প্রধান শাখায় ১১ জন কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। এই জন্যে ওই দুটি শাখাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।

আগামী ১৪ দিন এ দুটি শাখায় সম্পূর্ণরূপে গ্রাহক সেবা বন্ধ থাকবে। তবে তারা রুটিন কাজ করতে পারবেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় রাজবাড়ীতে নতুন করে আরও ৩২ জনের করোনা পজিটিভ হয়েছে। এ নিয়ে জেলায় ৫৪৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে করোনা জয় করেছেন ১৪৭ জন। আর মারা গেছেন ৩ জন।

রাজবাড়ীর সিভিল সার্জন ডা. নুরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে চাকরি ছাড়লেন বাংলাদেশ ব্যাংকের ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা
অর্ধশতাধিক কর্মকর্তা একসঙ্গে বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন
দাফনের ১৫ দিন পর ব্যাংক কর্মকর্তার মরদেহ উত্তোলন
X
Fresh