• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

করোনা: রাজবাড়ীতে সোনালী ও ইসলামী ব্যাংকের শাখা লকডাউন

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৪ জুলাই ২০২০, ১৭:০৯
Corona virus lock-down bank
ফাইল ছবি

রাজবাড়ী শহরের ২টি বাণিজ্যিক ব্যাংকের ১৯ জন কর্মকর্তা ও কর্মচারীর করোনাভাইরাস শনাক্ত হওয়ার ঘটনায় রাজবাড়ীর সোনালী ব্যাংক ও ইসলামী ব্যাংকের প্রধান দু’টি শাখা লকডাউন করে দিয়েছে প্রশাসন।

আজ শনিবার রাজবাড়ী সদর উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও সদর উপজেলা নির্বাহী অফিসার মো. সাঈদুজ্জামান খান এবং সদস্য সচিব ও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুল হান্নান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সদস্য সচিব ও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুল হান্নান জানান, সোনালী ব্যাংক রাজবাড়ীর প্রধান শাখায় ৮ জন কর্মকর্তা-কর্মচারী এবং ইসলামী ব্যাংক রাজবাড়ীর প্রধান শাখায় ১১ জন কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। এই জন্যে ওই দুটি শাখাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।

আগামী ১৪ দিন এ দুটি শাখায় সম্পূর্ণরূপে গ্রাহক সেবা বন্ধ থাকবে। তবে তারা রুটিন কাজ করতে পারবেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় রাজবাড়ীতে নতুন করে আরও ৩২ জনের করোনা পজিটিভ হয়েছে। এ নিয়ে জেলায় ৫৪৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে করোনা জয় করেছেন ১৪৭ জন। আর মারা গেছেন ৩ জন।

রাজবাড়ীর সিভিল সার্জন ডা. নুরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিমানবন্দরে ডলার কারসাজি : ১৯ ব্যাংকারসহ ২১ জনের নামে মামলা
বিমানবন্দরে ডলার আত্মসাৎ, ১৯ ব্যাংকারসহ ২১ জনের বিরুদ্ধে মামলা
ব্যাংক এশিয়ায় নিয়োগ বিজ্ঞপ্তি, বয়স ৪০ হলেও আবেদন
জনতা ব্যাংকের ভল্ট থেকে উধাও ৫ কোটি টাকা, গ্রেপ্তার ৩
X
Fresh