• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

দেবীগঞ্জে ১০ হাজার মানুষ পানিবন্দি

পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৩ জুলাই ২০২০, ১৩:৫৫
Water Panchagarh Bridge
ছবি সংগৃহীত

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দেবীগঞ্জ সদর ইউনিয়নের খয়েরবাগান এলাকার রাঙ্গাপানি সেতুর দুইপাশের সংযোগ সড়ক ভেঙে পানির নিচে তলিয়ে গেছে।

গতকাল বৃহস্পতিবার সকালে সেতুটির দুই পাশের একশত সত্তর ফিট রাস্তা ভেঙে পানির নিচে তলিয়ে যায়। টানা কয়েকদিন ভারি বৃষ্টিপাতের ফলে বুড়ি তিস্তা নদীতে পানি বৃদ্ধির ফলে প্রবল স্রোতের চাপে সেতুর দুই পাশের সংযোগ সড়ক ভেঙে যায় বলে জানিয়েছে স্থানীয়রা।

এতে করে কয়েকটি ইউনিয়নের প্রায় কুড়িটি গ্রামের দশ হাজার মানুষ পানিবন্দি হয়েছে। উপজেলার চিলাহাটি, দেবীডুবা, টেপ্রীগঞ্জ,দেবীগঞ্জ সদর ইউনিয়নের জনগণের জন্য চলাচলের রাস্তায় রাঙ্গাপানি সেতুটির ওপর দিয়ে। ওই ইউনিয়নগুলোর মানুষেরা জেলার বাইরে ডোমার উপজেলা হয়ে নীলফামারীতে যেতে সেতুটি পার হয়ে যেতে হয়। বৃহস্পতিবার সকাল থেকে সেই ইউনিয়নগুলোর দুই পাশের মানুষের যাওয়া আসা বন্ধ হয়ে গেছে। চরম দুর্ভোগে পড়েছে সেতুটির দুই পাশের মানুষ। যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে প্রয়োজনীয় পণ্য পরিবহনগুলো আটকা পড়েছে। প্রায় পনের কিলোমিটার অতিরিক্ত রাস্তা অতিক্রম করে ডোমার-দেবীগঞ্জ সড়ক দিয়ে নীলফামারিতে যেতে হচ্ছে মানুষজনকে। বৃহস্পতিবার ভোরে নদীর পানির প্রবল স্রোতে ভেঙে যায় দেবীগঞ্জ-ভাউলাগঞ্জ সড়কের বুড়িতিস্তা নদীর উপরের রাঙাপানি সেতুর সংযোগ সড়ক। সেতু থেকে সড়কের প্রায় ৩০ থেকে ৪০ মিটার ভেঙে গেছে। বিভিন্ন এলাকার সঙ্গে সড়ক পথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দুর্ভোগে পড়েন ওই সড়ক ধরে যাতায়াতকারী লাখো মানুষ।

টেপ্রিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম রহমান সরকার বলেন, রাঙাপানি সেতুর দুই পাশের সংযোগ সড়ক ভেঙে গেছে। পূর্ব পাশের ১০০ ফুট ও পশ্চিম পাশের ৫০ ফুট ভেঙে গেছে। এতে সেতুর এপারের কয়েকটি ইউনিয়নের লাখো মানুষের যাতায়াত বন্ধ হয়ে গেছে। দেবীগঞ্জ উপজেলা সদরে যেতে হলে আমাদের ১৫ কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে। এছাড়া কয়েকদিনের বৃষ্টিপাত আর উজানের ঢলে আমার ইউনিয়নে পানিবন্দি হয়ে পড়েছে ১০ হাজার মানুষ।

দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসান বলেন, পানির তোরে ওই সেতুর দুই পাশের সংযোগ সড়ক ভেঙে গেছে। ব্যস্তময় সড়কটিতে এখন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। কিন্তু নদীর স্রোত বেশি থাকায় সড়কটি এখন মেরামত করা সম্ভব নয়। পানি কমে যাওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তাপ কমাতে দৈনিক ৪ লাখ লিটার পানি ছিটাচ্ছে ডিএনসিসি
ওবায়দুল কাদেরের পদত্যাগ চাওয়ায় শাহবাগ থানায় জিডি
বাতাসেই ভেঙে পড়ল সেতু
মহিষকে পানি খাওয়াতে যাওয়ার পথে কিশোরের মৃত্যু 
X
Fresh