• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

হাতিয়ায় ৯ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

হাতিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৩ জুলাই ২০২০, ১১:৫৪
9 policemen were attacked by Corona
ছবি সংগৃহীত

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় নয় নৌ-পুলিশ সদস্য, এক শিক্ষক, দুই ব্যাংক কর্মকর্তাসহ ১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আজ শুক্রবার সকলে বিষয়টি নিশ্চিত করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার নিজাম উদ্দিন মিজান।

জানা যায়, উপসর্গ থাকায় গত মঙ্গলবার সকালে হাতিয়া থেকে ২৫জনের নমুনা পাঠানো হয় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয় ল্যাবে।

শুক্রবার সকালে মেইলে ২৫জনের নমুনার ফলাফল পাঠানো হয় হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এতে ১৩ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়ায় যায়।

নতুন আক্রান্ত ১৩ জন হলো হাতিয়ার নলচিরা নৌ- পুলিশের ৯ সদস্য, বুড়িরচর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের এক স্কুল শিক্ষক, দ্বীপ উন্নয়ন সংস্থার একজন কর্মকর্তা ও দুইজন ব্যাংক কর্মকর্তা। এদিকে শুক্রবার সকাল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমের নেতৃত্বে একটি টিম নলচিরা নৌ-পুলিশ ফাঁড়িসহ আক্রান্ত সকলের বাড়ি লকডাউন করে দেন।

উল্লেখ্য, হাতিয়াতে প্রথম থেকে শুক্রবার পর্যন্ত ৪১৪ জনের নমুনা পাঠানো হয়। এর মধ্যে ৪১২জনের নমুনার ফলাফল পাওয়া যায়। যাতে নতুন ১৩জনসহ ৩৮ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। এর মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১১জনকে করোনাভাইরাস মুক্ত ঘোষণা করা হয়।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কাজে ব্যস্ত ছিল মা, পুকুরে ভাসছিল চার বছরের তাহসিন 
পুকুরে ধরা পড়ল ১০০ ইলিশ
পুকুরে মিলল ৯ কেজি ইলিশ
কাজে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সের ধাক্কায় নির্মাণশ্রমিকের মৃত্যু
X
Fresh