• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

কুষ্টিয়ায় আরও ২৬ জন করোনায় আক্রান্ত

কুষ্টিয়া প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৩ জুলাই ২০২০, ১০:৫৩
26 people are affected by corona
ছবি সংগৃহীত

কুষ্টিয়ায় গেল ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে কুষ্টিয়ায় করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৬৭৮ জনে।

একই সময়ে সুস্থ হয়েছেনও ২৬ জন। কুষ্টিয়া পিসিআর ল্যাবে কুষ্টিয়ার ১৩৯ টি নমুনা পরীক্ষা হয়। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলাতেই ১৬ জন, কুমারখালীতে চারজন, দৌলতপুরে তিনজন, খোকসায় দুইজন ও মিরপুরে একজন।

এদের মধ্যে পুরুষ ১৮ জন আর নারী আটজন। পুলিশ আক্রান্ত প্রত্যেকের বাড়ি ও আশপাশের এলাকা লকডাউন করে দিয়েছে।

সদর উপজেলায় আক্রান্ত ১৬ জনের ঠিকানা পেয়ারাতলা দুইজন, হাউজিং ডি ব্লক একজন, উত্তর আমলাপাড়া একজন, হরিপুর একজন, পূর্ব মজমপুর একজন, আমলাপাড়া একজন, কুমারগাড়া একজন, , মজমপুর একজন, র‍্যাবগলি একজন, ঈদগা পাড়া একজন, বড়িয়া একজন, থানাপাড়া একজন, মঙ্গলবাড়িয়ায় একজন ও কালিশংকরপুরে দুইজন।

কুমারখালী উপজেলায় আক্রান্ত চারজনের ঠিকানা সালঘরমাধুয়া একজন, আলাউদ্দিন নগরে একজন, বানিয়াপাড়া একজন পান্টি একজন।

দৌলতপুর উপজেলায় আক্রান্ত তিনজনের ঠিকানা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, মালিপাড়া একজন, আল্লারদরগায় একজন।

খোকসা উপজেলায় আক্রান্ত দুইজনের ঠিকানা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

মিরপুর উপজেলায় আক্রান্ত একজনের ঠিকানা অঞ্জনগাছি।

কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম জানান, জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২৮১ জন। এ পর্যন্ত ১১ জন মারা গেছে। হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে ৩৬৮ জন। আর হাসপাতালে চিকিৎসাধীন ৩১ জন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারত বিরোধিতার নাটকবাজি করে লাভ হবে না : হানিফ
লালন স্মরণোৎসব আজ, থাকছে না মেলা
ক্যানসারে আক্রান্ত কেট মিডলটন
কুষ্টিয়ায় আ.লীগ নেতাকে নির্যাতন, জেলা সভাপতির বহিষ্কার দাবি
X
Fresh