• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বান্দরবানে আওয়ামী লীগের কর্মীকে অপহরণ

বান্দরবান প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৩ জুলাই ২০২০, ০৮:৪৫
Awami League activist abducted in Bandarban
ছবি সংগৃহীত

বান্দরবানে আওয়ামী লীগের এক কর্মীকে অপহরণ করে নিয়ে গেছে সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার দুপুরে বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের হেব্রন পাড়ার বাসিন্দা আওয়ামী লীগের কর্মী রুয়াল লুল থাং বমকে সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে যায়।

ঐ কর্মী সম্প্রতি আঞ্চলিক রাজনৈতিক দল জনসংহতি সমিতি থেকে আওয়ামী লীগে যোগদান করেন।

এদিকে বান্দরবান সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি পাইহ্লা অং মারমা বিষয়টি নিশ্চিত করে বলেন,রুয়াল লুল থাং হেব্রন পাড়া থেকে মোটরসাইকেলে করে জর্ডান পাড়া যাওয়ার পথে সন্ত্রাসীরা তাকে অপহরণ করে।

পরে তার মোটরসাইকেল পাওয়া গেলেও তার এখনো কোনও খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনার পর ওই এলাকায় রাতে সেনাবাহিনীর সদর জোনের সদস্যরা গিয়েছে। তবে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানিয়েছেন অপহৃতের পরিবারের পক্ষ থেকে এখনও থানায় কোনও অভিযোগ দেওয়া হয়নি।

স্থানীয়রা জানিয়েছেন অপহৃত রুয়াল লুল থাং সম্প্রতি আঞ্চলিক রাজনৈতিক দল জনসংহতি সমিতি থেকে আওয়ামী লীগে যোগদান করেন। রাজনৈতিক বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে স্থানীয়রা মনে করছেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টেকনাফে ১০ কৃষক অপহরণ মামলার আসামি গ্রেপ্তার
বান্দরবানের তিন উপজেলায় নির্বাচন স্থগিত
অপহরণের একদিন পর পল্লী চিকিৎসকসহ দুইজন উদ্ধার
বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে কুকি-চিনের সদস্য নিহত
X
Fresh