• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বগুড়ায় নতুন ৬১ জনের করোনা শনাক্ত

বগুড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০১ জুলাই ২০২০, ১৪:৪৭
Corona virus
ফাইল ছবি

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬১ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় এ পর্যন্ত ২ হাজার ৯৭৯ জন করোনায় আক্রান্ত হলেন।

আজ বুধবার বগুড়া জেলা স্বাস্থ্য দপ্তরের মুখপাত্র ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এক অনলাইন বিফ্রিংয়ে এসব তথ্য তুলে ধরেন।

এ সময়ে তিনি জানান, গতকাল ২৫৫টি নমুনার পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬১ জনের করোনাভাইরাস পজিটিভ এসেছে। এর মধ্যে বগুড়া সদরে ৩১ জন, শাজাহানপুরে ৯ জন, নন্দীগ্রামে ৯ জন, আদমদীঘিতে ৫ জন, কাহালুতে ২ জন, সোনাতলায় ২ জন, ধুনটে ২ জন ও সারিয়াকান্দি উপজেলায় ১ জন রয়েছেন।

তিনি আরও জানান, নতুন করোনা শনাক্ত হওয়া ৬৯ জনের মধ্যে পুরুষ ৪৩ জন, নারী ১৫ জন ও শিশু ৩ জন।

প্রসঙ্গত, এ পর্যন্ত বগুড়া জেলায় ২ হাজার ৯৭৯ জন করোনা আক্রান্তের মধ্যে ৬৬৯ জন ব্যক্তি করোনা জয় করেছেন। আর মারা গেছেন ৫২ জন এবং চিকিৎসাধীন রয়েছেন ২ হাজার ২৫৮ জন।

এদিকে, বগুড়ায় করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জেলা সদরের ৯টি এলাকাকে চিহ্নিত করে রেড জোনের আওতায় লকডাউন চলছে। তারপর বগুড়ায় দিন দিন করোনা সংক্রমণ বেড়েই চলছে।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh