• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

কুষ্টিয়ায় আরও ২৪ জন করোনায় আক্রান্ত

কুষ্টিয়া প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০১ জুলাই ২০২০, ১৩:২২
affected by corona
ছবি সংগৃহীত

কুষ্টিয়ায় গেল ২৪ ঘন্টায় নতুন করে আরও ২৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে কুষ্টিয়ায় করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৬২২ জনে।

একই সময়ে সুস্থ হয়েছেন ২৪ জন। কুষ্টিয়া পিসিআর ল্যাবে কুষ্টিয়ার ১৮০ টি নমুনা পরীক্ষা হয়। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলাতেই ১৬ জন এবং ভেড়ামারায় ছয়জন, মিরপুরে একজন কুমারখালীতে একজন। এদের মধ্যে পুরুষ ১৫ জন আর নারী জন। পুলিশ আক্রান্ত প্রত্যেকের বাড়ি এলাকা লকডাউন করে দিয়েছে।

সদর উপজেলায় আক্রান্ত ১৬ জনের ঠিকানা জিয়ারখী জন, চৌড়হাস জন, সি ব্লক হাউজিং একজন, কুমারগাড়া একজন, মিনাপাড়া একজন, হরিপুর দুইজন, ডি ব্লক হাউজিং একজন, থানাপাড়া একজন, হসপিটাল কোয়ার্টার একজন, কোর্টপাড়া একজন।

ভেড়ামারা উপজেলায় আক্রান্ত ছয়জনের ঠিকানা নওদাপাড়া দুইজন, কলেজপাড়া একজন, গোলাপনগর দুইজন, চর দামুড়দিয়া একজন।

মিরপুর উপজেলায় আক্রান্ত জনের ঠিকানা মিরপুর একজন, কুমারখালী উপজেলায় আক্রান্ত একজনের ঠিকানা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম জানান, জেলায় পর্যন্ত সুস্থ হয়েছেন ২৩০ জন। পর্যন্ত ১০ জন মারা গেছে। হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে ৩৪৭ জন। আর হাসপাতালে চিকিৎসাধীন ৩৩ জন।

আরও পড়ুন: গোপালগঞ্জে দুই পুলিশসহ ২১ জন করোনায় আক্রান্ত

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারত বিরোধিতার নাটকবাজি করে লাভ হবে না : হানিফ
লালন স্মরণোৎসব আজ, থাকছে না মেলা
২৪ ঘণ্টায় ৪২ জনের করোনা শনাক্ত
কুষ্টিয়ায় আ.লীগ নেতাকে নির্যাতন, জেলা সভাপতির বহিষ্কার দাবি
X
Fresh