• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

চাঁদপুরের পুলিশ সুপার করোনায় আক্রান্ত 

চাঁদপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩০ জুন ২০২০, ১৮:৫৫
চাঁদপুরের পুলিশ সুপার করোনায় আক্রান্ত 
চাঁদপুরের পুলিশ সুপার মাহবুবুর রহমান

চাঁদপুরের পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএমসহ আরও ৭ পুলিশ সদস্য করোনা আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার (৩০ জুন) চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্যাহ এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ সুপার ছাড়া আরও যে ৭ পুলিশ সদস্য রয়েছেন তারা সকলেই চাঁদপুর পুলিশ লাইন্সের।

করোনাকালে জেলা পুলিশের এই শীর্ষ কর্মকর্তা পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম করোনা সংক্রমণরোধে এবং এই সময়ে কর্মহীন সাধারণ মানুষের মাঝে খাদ্যসহায়তাসহ বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।

চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্যাহ জানান, গত দু’দিন আগে পুলিশ সুপার তার নমুনা দেন। সোমবার রাতে ঢাকা থেকে জানানো হয়েছে তিনি করোনা পজিটিভ। মঙ্গলবার দুপুরে তিনি ঢাকা রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে চিকিৎসার জন্য চলে গেছেন। তার সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া কামনা করেছেন তিনি এবং চাঁদপুরের পুলিশ বিভাগ।

এর আগেও চাঁদপুর জেলার প্রায় ৬০ জন পুলিশ কর্মকর্তা ও সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তবে এর মধ্যে অনেকেই সুস্থ হয়ে কাজে ফিরেছেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh