• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ফরিদপুরে করোনায় প্রথম এক পুলিশ কর্মকর্তার মৃত্যু  

স্টাফ রিপোর্টার, ফরিদপুর

  ৩০ জুন ২০২০, ১৮:০৬
The first police officer died in Corona in Faridpur
উপ-পরিদর্শক মো. হাফিজুর রহমান

ফরিদপুর কোর্ট পুলিশের উপপরিদর্শক মো. হাফিজুর রহমান (৫০) করোনায় আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে মৃত্যু হয়েছে।

সোমবার (২৯ জুন) রাত তিনটার দিকে তার মৃত্যু হয়। তার গ্রামের বাড়ি মাগুরা জেলার শ্রীপুর এলাকায় বলে জানা গেছে। মৃত্যুকালে তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, ওই পুলিশ কর্মকর্তা গত ২৫ জুন তারিখে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা দেয়। এরপর গত ২৭ জুন তারিখে তার করোনা পরীক্ষা রিপোর্টে পজিটিভ আসে। এর ভেতর তার শারীরিক অবস্থার অবনতি হলে ওইদিন বিকেলে তাকে ঢাকার ইমপাল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢাকা থেকে তার মরদেহ ফরিদপুর পুলিশ লাইনস মাঠে নেয়া হবে। সেখানে জানাজা শেষে তার গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হবে দাফন করার জন্য।
দাফন কার্যে ফরিদপুর জেলা পুলিশের রিজার্ভ অফিসার মো. আনোয়ার হোসেন নেতৃত্বে একটি টিম অংশ নেবে বলে জেলা পুলিশ সূত্রে জানা গেছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh