• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

করোনা: গোপালগঞ্জে আ.লীগ নেতাসহ আরও ২৫ রোগী শনাক্ত

গোপালগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩০ জুন ২০২০, ১৬:৫৬
Corona: 25 more patients including A-League leader identified in Gopalganj
ছবিঃ সংগ্রহীত

গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন ও ৬ স্বাস্থ্যকর্মীসহ ২৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৬৬৩ জনে।

আজ মঙ্গলবার (৩০ জুন) সকালে গোপালগঞ্জ সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আক্রান্তদের মধ্যে কোটালীপাড়া উপজেলায় ৭ জন, সদর উপজেলায় ৬ জন, মুকসুদুপুর উপজেলায় ৫ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ৪ জন ও কাশিয়ানী উপজেলায় ৩ জন রয়েছে। আক্রান্তদের আইসোলেশন ওয়ার্ডে নেয়ার পাশাপাশি পরিবারের সদস্যদের হোম কেয়ারেন্টিনে রাখা হয়েছে।

তিনি আরও জানান, জেলা থেকে মোট ৫ হাজার ১১২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। মোট আক্রান্তদের মধ্যে গোপালগঞ্জ সদর, টুঙ্গিপাড়া, মুকসুদপুর, কোটালীপাড়া ও কাশিয়ানী উপজেলায় মোট ১০ জন মারা গেছেন। বাকীদের মধ্যে ৩৩৮ জন সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেও ৩১৫ জন জেলার বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

করোনা আক্রান্ত ৬৬৩ জনের মধ্যে সদর উপজেলায় ১৭২ জন, মুকসুদপুর উপজেলায় ১৫৪ জন, কাশিয়ানী উপজেলায় ১৩৬ জন, কোটালীপাড়া উপজেলায় ১০৩ জন ও টুঙ্গিপাড়া উপজেলায় ৯৮ জন রয়েছেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh