• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

শরীয়তপুরে আরও ৩৯ জন করোনায় আক্রান্ত

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ৩০ জুন ২০২০, ০৮:৫৫
coronavirus
ফাইল ছবি

গেল ২৪ ঘণ্টায় শরীয়তপুরে নতুন আরও ৩৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৫১১ জন। এছাড়া জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২২৪ জন এবং মৃত্যুবরণ করেছেন পাঁচজন।

জানা যায়, নতুন আক্রান্তদের মধ্যে শরীয়তপুর সদর উপজেলায় ২১ জন, জাজিরা উপজেলায় একজন, নড়িয়া উপজেলায় চারজন, ভেদরগঞ্জ উপজেলায় চারজন, ডামুড্যা উপজেলায় তিনজন, গোসাইরহাট উপজেলায় ছয়জনসহ জেলায় গেল ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে আরও ৩৯ জন আক্রান্ত হয়েছেন।

এদিকে ছয় উপজেলায়ে এখন পর্যন্ত আলাদাভাবে আক্রান্তের সংখ্যা, শরীয়তপুর সদর উপজেলায় আক্রান্ত ১৫৮ জন, সুস্থ ৫১, জাজিরা উপজেলায় আক্রান্ত ৭০ জন, সুস্থ ৪৯ জন, মৃত্যু একজন, নড়িয়া উপজেলায় আক্রান্ত ৯২ জন, সুস্থ ৩৬ জন, মৃত্যু দুইজন, ভেদরগঞ্জ উপজেলায় আক্রান্ত ৭৭ জন, সুস্থ্য ২৭ জন, মৃত্যু একজন, গোসাইরহাট উপজেলায় আক্রান্ত ৬৬ জন, সুস্থ ২৭ জন, মৃত্যু নাই ও ডামুড্যা উপজেলায় আক্রান্ত ৪৮ জন, সুস্থ ৩৪ জন এবং মৃত্যু একজন।

গতকাল সোমবার রাত সাড়ে আটটার সময় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন, জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ও জেলার করোনা কন্ট্রোল রুমের ফোকাল পারসন ডা. আব্দুর রশিদ।

আরো পড়ুন: চুয়াডাঙ্গায় আরও তিনজন করোনায় আক্রান্ত

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খোঁজাখুঁজির সময় ভাই-বোনকে পুকুরে ভাসতে দেখেন পরিবার
নিউইয়র্কে বাংলাদেশির মৃত্যু নিয়ে পুলিশের বক্তব্যে ভাইয়ের বিরোধিতা
বজ্রপাতে কোরআনের হাফেজসহ দুই যুবকের মৃত্যু
কাজে ব্যস্ত ছিল মা, পুকুরে ভাসছিল চার বছরের তাহসিন 
X
Fresh