• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সিরাজগঞ্জে করোনা উপসর্গ নিয়ে শিক্ষকের মৃত্যু, নতুন শনাক্ত ১৩

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

  ২৯ জুন ২০২০, ১৫:৩৭
Corona virus symptoms died
ফাইল ছবি

সিরাজগঞ্জ শহরের বিড়ালা কুঠি এলাকায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সয়দাবাদ উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক মো. আবুল হোসেন মারা গেছেন। আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে তিনি নিজ বাড়িতে মারা যান।

এদিকে গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ১৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪০৫ জনে।

সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনার উপসর্গ নিয়ে আজ একজন মারা গেছেন। পরে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তার নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্যবিধি অনুসরণ করে তার লাশ গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। নমুনার প্রতিবেদন পেলে জানা যাবে তিনি করোনা আক্রান্ত ছিলেন কি-না।

তিনি আরও জানান, জেলায় নতুন করে আরও ১৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে কাজিপুর উপজেলায় ৫ জন, চৌহালি ও উল্লাপাড়ায় ৩ জন করে এবং রায়গঞ্জ ও শাহজাদপুরে ১ জন করে রয়েছেন। তাদের জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

প্রসঙ্গত, জেলায় এ পর্যন্ত ৪০৫ জন করোনা আক্রান্তের মধ্যে ২২ জন সুস্থ হয়ে গেছেন। আর ৪ জন মারা গেছেন।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেয়েকে ধর্ষণে বাবার মৃত্যুদণ্ড
দায়িত্বরত অবস্থায় ট্রাফিক ইন্সপেক্টরের মৃত্যু
নোয়াখালীতে ‘হিটস্ট্রোকে’ শিক্ষার্থীর মৃত্যু
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালকের মৃত্যু
X
Fresh