• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কম আমদানির অজুহাতে পেঁয়াজের দাম বাড়লো

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৯ জুন ২০২০, ১২:৪৮
Hiily Customs
ছবি সংগৃহীত

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি স্বাভাবিক থাকলেও হঠাৎ করে বেড়েছে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজের দাম। প্রকারভেদে কেজিতে দাম বেড়েছে চার থেকে পাঁচ টাকা।

গেল দুই দিন আগে যে পেঁয়াজ বিক্রি হয়েছে ১৫ থেকে ১৬ টাকা কেজিতে সেই পেঁয়াজ এখন কেজিতে বিক্রি হচ্ছে ২০ থেকে ২১ টাকা দরে।

হিলি স্থলবন্দরে চাহিদার তুলনায় আমদানি কম হওয়ায় দাম বাড়ার কথা আমদানিকারকরা বললেও কুরবানি ঈদকে সামনে রেখে আমদানি কমের অযুহাত দেখিয়ে সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছে ব্যবসায়ীরা বলে দাবি পাইকারদের।

এদিকে হিলি স্থলবন্দরের কিছু ব্যবসায়ীদের সঙ্গে বক্তব্য নেওয়ার চেষ্টা করলে তারা অনেকেই বক্তব্য দিতে রাজি হয়নি।

তারা ক্যামেরা দেখে পালিয়ে যান। এমনকি কিছু কিছু ব্যবসায়ী জানান তাদের ক্যামেরার সামনে কথা বলা নিষেধ আছে।

হিলি কাস্টমসের তথ্যমতে, চলতি সপ্তাহে দুই কর্ম দিবসে ভারতীয় ৭০ ট্রাকে এক হাজার সাত মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
ভারত থেকে এলো ১ হাজার টন আলু
হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
ভুটানের সঙ্গে জলবিদ্যুৎ আমদানি চুক্তি শিগগিরই : পররাষ্ট্রমন্ত্রী
X
Fresh