• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

সুন্দরবনে আবারও জলদস্যুদের উৎপাত, ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

আরটিভি নিউজ

  ২৮ জুন ২০২০, ১৬:৫৯
Sundarbans riots again 3 killed 'gunfight'
ছবি: সংগৃহিত

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে প্রায় তিনদিনব্যাপি র‍্যাবের কম্বিং অপারেশনে ৫ জন জলদস্যুকে গ্রেপ্তার করেছে র‍্যাব। একই সময়ে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় আরও ৩ জলদস্যু নিহত হয়েছেন।

আজ রোববার খুলনা র‍্যাব-৬ কার্যালয় থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

তিনি বলেন, সুন্দরবনে বুলবুল বাহিনী নামে নতুন একটি জলদস্যু বাহিনী গড়ে উঠেছে। তাদের তৎপরতা শুরুর আগেই আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের সম্পর্কে জানতে পারি। তাই তাদের ধরতে গত তিনদিন ধরে র‍্যাবের ৭টি টিমের সমন্বয়ে অপারেশন পরিচালনা করি।

এ সময় র‌্যাব সদস্যরা পাঁচজন জলদস্যুকে আটক করতে সক্ষম হই। আর এ সময়ে আরও ৩ জলদস্যু বন্দুকযুদ্ধে নিহত হয়। অবশ্য বন্দুকযুদ্ধের ঘটনায় র‍্যাবের ২ সদস্য গুলিবিদ্ধ হয়।

এদিকে, র‌্যাব এ ঘটনায় দু’জন ভিকটিমসহ ৫টি অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেন।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আগে ঘরের ছেলেরা নিরাপদে ঘরে ফিরুক
মুক্ত দুই নাবিক ফিরবেন বিমানে, বাকিরা জাহাজে  
মুক্তির পর যে কারণে জাহাজ এমভি আবদুল্লাহকে ঘেরা হলো কাঁটাতারে
উচ্চঝুঁকিপূর্ণ রুট পার হচ্ছে এমভি আবদুল্লাহ, পাহারায় ইইউ’র যুদ্ধজাহাজ
X
Fresh