• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

পাহাড়ি ঢলে নেত্রকোনায় পানির নিচে সড়ক

নেত্রকোনা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৮ জুন ২০২০, ১৬:০০
পাহাড়ি ঢলে নেত্রকোনায় পানির নিচে সড়ক
পাহাড়ি ঢলে নেত্রকোনায় পানির নিচে সড়ক

নেত্রকোনার কলমাকান্দায় অতি বর্ষণ ও পাহাড়ি ঢলে বাড়তে শুরু করেছে উব্দাখালী নদীর পানি। পানি বৃদ্ধি পাওয়ায় কলমাকান্দায় বিশরপাশা, বরুয়াকোনা ও বড়খাঁপন কাঁচা ও পাকা সড়কের উপর দিয়ে পানি বয়ে যাচ্ছে। এতে করে উপজেলায় রাস্তা-ঘাটে ব্যাপক ক্ষয় ক্ষতির হওয়ার সম্ভাবনা রয়েছে।

শনিবার (২৭ জুন) মধ্যে রাত থেকে অতি বর্ষণে কারণে সীমান্তবর্তী গনেশ্বরী নদী , মঙ্গলেশ্বরী নদী, মহাদেও নদী ও পাঁচগাও ছড়ায় পাহাড়ি ঢলের কারণে ফুলে-ফেঁপে ওঠে পুরো উপজেলার উব্দাখালী নদী।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, কলমাকান্দা উব্দাখালী নদীর ডাক বাংলা পয়েন্টে বিপদসীমার সামান্য নিচ দিয়ে এখনো পানি প্রবাহিত হচ্ছে। এখনো থেমে থেমে ভারী বর্ষণ অব্যাহত।

ভারতের মেঘালয়ে বৃষ্টি বৃদ্ধি পেলে পাহাড়ি ঢলে কলমাকান্দা উপজেলায় বড় বন্যার আকার ধারণ করতে পারে বলে মনে করছেন তারা।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ফারুক আহম্মেদ জানিয়েছেন, শনিবার সন্ধ্যা পর্যন্ত কলমাকান্দায় ৭০ মি.লি. বৃষ্টিপাত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহেল রানা জানিয়েছেন, সার্বক্ষণিক পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে তাদের যোগাযোগ আছে। সব ধরণের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি রয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh