• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

করোনা : মানিকগঞ্জে আরও ২৮ রোগী শনাক্ত

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

  ২৭ জুন ২০২০, ১৪:০৬
Corona: 26 more patients identified in Manikganj
ফাইল ছবি

মানিকগঞ্জে নতুন করে ৭ স্বাস্থ্যকর্মীসহ আরও ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় করোনায় আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়ে হয়েছে ৫৫৫ জন।

আজ শনিবার (২৭ জুন) দুপুর ১২ টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ।

ডা. আনোয়ারুল আমিন আখন্দ বলেন, ‘গত ২৪ ঘণ্টায় জেলায় ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে চার জন নার্স, স্বাস্থ্য সহকারী, ওয়ার্ড বয় এবং স্যাকমো আক্রান্ত হয়েছে এক জন করে।

নতুন আক্রান্তদের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলায় নয়জন, হরিরামপুরে ছয়জন, সিংগাইরে চারজন, শিবালয় ও ঘিওরে তিনজন করে ছয়জন, সাটুরিয়ায় দুইজন ও দৌলতপুর উপজেলায় একজন রয়েছেন।

তিনি আরও বলেন, ‘মানিকগঞ্জে এ পর্যন্ত ৫ হাজার ৭৭৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এসব নমুনা ঢাকার বিভিন্ন ল্যাবে পাঠানো হয়। এর মধ্যে ৫ হাজার ৩১৮টি নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এতে জেলায় ৫৫৫ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে ৩৯৬ জনই সুস্থ হয়েছেন। আক্রান্ত অবশিষ্ট ১৫৯ জনের মধ্যে ১৫ জন জেলা হাসপাতালে এবং তিনজনকে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে রাখা হয়েছে। এছাড়া আক্রান্ত ১৪১ জন নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন।

করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত জেলায় পাঁচজনের মৃত্যু হয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh