• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বিরামপুরে করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু

হিলি প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৬ জুন ২০২০, ২২:৪৫
Corona virus symptoms died
ফাইল ছবি

দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় করোনা উপসর্গ নিয়ে দেলোয়ার হোসেন (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকগণ ওই ব্যক্তির শরীরের নমুনা সংগ্রহ করেছেন এবং স্বাস্থ্যবিধি মেনে তার দাফন করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোলায়মান হোসেন মেহেদী।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোলায়মান হোসেন মেহেদী জানান, শরীরে জ্বর নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত তিন দিন আগে চিকিৎসা নিতে আসেন দেলোয়ার হোসেন নামের এক ব্যক্তি। ওই দিন তিনি চিকিৎসা না নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চলে যান।

আজ শুক্রবার (২৬ জুন) শুক্রবার বিকেলে ওই ব্যক্তি নিজ বাড়িতে মারা যান। তার শরীরে করোনাভাইরাসের উপসর্গ ছিল। করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তি বিরামপুর উপজেলার কসবাসাগরপুর গ্রামের মৃত দসিমুদ্দিনের ছেলে।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় পতাকার নকশাকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে আর ফিরল না সোহান
পঞ্চগড়ে গাছের ডালের আঘাতে শ্রমিকের মৃত্যু
নবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
X
Fresh